শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

বৃষ্টি নেই, তবু বৃষ্টি আইনে জিতলো রাজশাহী!

প্রথম পাতা
প্রকাশিতঃ শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
প্রথম পাতা

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি জয়ে শুরু করেছে রাজশাহী বিভাগ। বৃষ্টি না থাকলেও সিলেটে বৃষ্টি আইনে খুলনার বিপক্ষে জিতেছে তারা। আলোকস্বল্পতার কারণে ১৬ বল আগেই খেলা বন্ধ হয়ে যায়। এরপর বাইলজ অনুযায়ী রাজশাহীকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১ রানে জয়ী ঘোষণা করা হয়েছে।

বুধবার সিলেটের একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করে খুলনা।  সদ্য যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ রানের ইনিংস। তিনি খেলেন ৩১ বলে ৫৩ রানের দারুণ একটি ইনিংস। এছাড়া অধিনায়ক নুরুল হাসানের ২৬ বলে ৩৭ এবং শেষদিকে মৃত্যুঞ্জয়ের ১৫ বলে অপরাজিত ৩৫ রানের ক্যামিও ইনিংসে ১৭২ রান তোলে খুলনা।

 

আরোও পড়ুনঃ

“বাতীর নিচে অন্ধকার”, যার জীবন্ত উদাহরন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন

 

জবাবে রাজশাহীর দুই ওপেনার হাবিবুর রহমান সোহান আর সাব্বির হোসেন ৮৯ রানের জুটি গড়েন। হাবিবুর খেলেন ৩৮ বলে ৮ চার এবং ৪ ছক্কায় ৬৬ রানের দারুণ একটি ইনিংস। সাব্বির হোসেন ২৩ বলে ২৮ রান করে আউট হন। এরপর মেহরবের ২৬ আর অধিনায়ক প্রীতমের ১৯* রানে জয়ের পথেই ছিল রাজশাহী। বৃষ্টি আইনে জয় না পেলেও স্বাভাবিক ক্রিকেট খেলেই জয় নিশ্চিত হয়ে যেত তাদের!

এদিকে, মূল মাঠে একই সময়ে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম ও রংপুর। তামিম ইকবালের চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করেছে চট্টগ্রাম। সর্বোচ্চ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। ২১৯ দিন পর ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল। ১০ বলে ১ চার ও ১ ছক্কায় ১৩ রান করেছেন। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে  মোহাম্মদ এনামুল হকের বলে বোল্ড হন তিনি।

১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে তানভীর হায়দারের ৪১ এবং আকবর আলীর ২৫ রানের ওপর ভর করে ১৬.৫ ওভারে ৫ উইকেটে জয় নিশ্চিত করে ফেলে রংপুর।

 


আরো পড়ুন

মন্তব্য